Leaderboard AD

Saturday, March 10, 2012

দ্বৈত চরিত্রে মীম

একই নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। মানিক শিকদারের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘বন্দী’। এতে একই সঙ্গে মা ও মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি কুমিল্লায় নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।
মীম বলেন, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর অনেক নাটকে অভিনয় করেছি। কিন্তু বন্দী নাটকের চরিত্রটি আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। একই সঙ্গে দুটি চরিত্র ফুটিয়ে তোলা বেশ কষ্টসাধ্য ছিল। শেষ পর্যন্ত চেষ্টা করেছি। আমার বিশ্বাস নাটকটিতে আমাকে নতুনরূপে পাবেন দর্শকেরা।’
বন্দী নাটকটিতে মীমের সহশিল্পীরা হলেন শাহেদ, মাসুম আজিজ ও নিরব।
এদিকে, আজ শুক্রবার কুমিল্লায় খালিদ মাহমুদ মিঠুর জোনাকীর আলো চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন মীম। তিনি বলেন, ‘এটি আমার তৃতীয় চলচ্চিত্র। প্রায় দুই বছর বিরতির পর নতুন চলচ্চিত্রের কাজ শুরু করছি। কুমিল্লায় শুটিংস্পটে অনেক মানুষ ভিড় করেছে। খুব উপভোগ করছি নতুন চলচ্চিত্রের শুটিং।’
মীম অভিনীত অন্য দুটি চলচ্চিত্র হচ্ছে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ও জাকির হোসেন রাজুর ‘আমার প্রাণের প্রিয়া’।

বাপ্পা রাজের ছবিতে গাইছেন কৈলাশ খের

বাপ্পা রাজের প্রযোজিত ছবির জন্য গান করবেন ভারতের সুফি রক গানের জনপ্রিয় শিল্পী কৈলাশ খের। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান বি রাজ ভিজ্যুয়ালের ব্যানারে নির্মিত ছবিটির নাম ‘কাছে এসে ভালোবেসো’। প্রযোজনার পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করেছেন বাপ্পা রাজ।
কাছে এসে ভালোবেসো পরিচালনা করছেন অনন্য মামুন। ২১ মার্চ মুম্বাইয়ের ব্রাদার্স স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হবে বলে জানিয়েছেন পরিচালক মামুন। গান রেকর্ডিংয়ের জন্য কাল ভারতে যাচ্ছে তিনি।
আজ বুধবার ছবিটির পরিচালক অনন্য মামুন প্রথম আলো অনলাইনকে বলেন, ‘বছর খানেক আগে আমারই পরিচালনায় “মোস্ট ওয়েলকাম” নামের একটি ছবিতে গান করেছিলেন তিনি। এবারও অবশ্য ছবিটির প্রয়োজনে এবং গানের কথার কারণে কৈলাশ খেরের মত একটি কণ্ঠ আমাদের দরকার ছিল। তাই তাঁর সঙ্গে যোগাযোগ করে গানটি রেকর্ডিংয়ের ব্যবস্থা করলাম।
অনন্য মামুন আর বলেন, ‘এরই মধ্যে অনলাইনে গানটির প্রাথমিক রেকর্ডিং করা হয়েছে। ২১ তারিখ গানটির চূড়ান্ত রেকর্ডিং শেষ করা হবে।’
কাছে এসে ভালোবেসো ছবিটির প্রযোজক ও অভিনয়শিল্পী বাপ্পা রাজ বলেন, ‘ছবির প্রয়োজনেই বাইরের শিল্পীদের এ অন্তর্ভুক্তি। যেহেতু এটি আমার প্রযোজনার প্রথম ছবি, তাই কাজের ক্ষেত্রে কোনো কিছুতেই কম্প্রোমাইজ করতে চাচ্ছি না।’
কাছে এসে ভালোবেসো ছবিতে কৈলাশ খেরের গানটির কথা লিখেছেন জাহিদ আকবর। আর সুর করেছেন তানভীর তারেক।
দক্ষিণ ভারতের বিশাখাপত্তমসহ বেশ কয়েকটি স্থানে এরই মধ্যে কাছে এসে ভালোবেসো ছবিটির শুটিং শুরু হয়েছে। সেখানে দুটি গানের দৃশ্য ধারণের কাজও শেষ হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শান, অন্বেষা ও রাঘব চ্যাটার্জি।
কাছে এসে ভালোবেসো ছবিটির প্রধান অভিনয়শিল্পীরা হলেন নবাগত আসিফ, চৈতি, ইভা এবং বাপ্পা রাজ, অভিনেতা রাজ্জাক ও নিপুণ।

Tuesday, March 6, 2012

‘রাজা সূর্য খাঁ’ আসছে নয় মার্চে



৯ মার্চ ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে গাজী মাহবুব পরিচালিত ‘রাজা সূর্য খাঁ’। বিগ বাজেটের এই ছবি পরিবেশনা করছে আশীর্বাদ চলচ্চিত্র। এতে ‘রাজা সূর্য খাঁ’ নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহেল রানা। এ ছাড়া আরও অভিনয়ে আছেন কবরী, ববিতা, উজ্জ্বল, পূর্ণিমা, নিরব, কাজী মারুফ, টেলিসামাদ, আনিস, ইলিয়াস কোবরা, কাজী হায়াত প্রমুখ। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির আগে গত শুক্রবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘রাজা সূর্য খাঁ’ ছবির অডিও-ভিডিও অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠান। নতুন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপল কমিউনিকেশনসের ব্যানারে এর অ্যালবাম প্রকাশ পেয়েছে।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ‘রাজা সূর্য খাঁ’ ছবির প্রযোজক এস এ সুলতান, সংগীত পরিচালক শেখ সাদী খান, চিত্রনায়ক নিরব, গীতিকার মুন্সী ওয়াদুদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘ছবির প্রযোজক সুলতান আমার ঘনিষ্ঠজন। তিনি ছবি প্রযোজনায় এসেছেন শুনে আমি খুশি হয়েছি। এর আগেও আমি “রাজা সূর্য খাঁ” ছবিটি দেখার জন্য একদিন এফডিসিতেও গিয়েছিলাম। ছবির কিছু অংশ দেখেই আমার বেশ ভালো লেগেছে। আশা করছি ছবিটি সবার কাছেই ভালো লাগবে। এ ছাড়া ছবির গানগুলো সবার হূদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’ বক্তব্য প্রদান শেষে তিনি ‘রাজা সূর্য খাঁ’ ছবির গানের মোড়ক উন্মোচন করেন।
‘রাজা সূর্য খাঁ’ ছবির সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল ও ইমন সাহা। গান লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, গাজী মাজহারুল আনোয়ার, মুন্সী ওয়াদুদ ও শাহ আলম সরকার।