Leaderboard AD

Saturday, March 10, 2012

দ্বৈত চরিত্রে মীম

একই নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। মানিক শিকদারের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘বন্দী’। এতে একই সঙ্গে মা ও মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি কুমিল্লায় নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।
মীম বলেন, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর অনেক নাটকে অভিনয় করেছি। কিন্তু বন্দী নাটকের চরিত্রটি আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। একই সঙ্গে দুটি চরিত্র ফুটিয়ে তোলা বেশ কষ্টসাধ্য ছিল। শেষ পর্যন্ত চেষ্টা করেছি। আমার বিশ্বাস নাটকটিতে আমাকে নতুনরূপে পাবেন দর্শকেরা।’
বন্দী নাটকটিতে মীমের সহশিল্পীরা হলেন শাহেদ, মাসুম আজিজ ও নিরব।
এদিকে, আজ শুক্রবার কুমিল্লায় খালিদ মাহমুদ মিঠুর জোনাকীর আলো চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন মীম। তিনি বলেন, ‘এটি আমার তৃতীয় চলচ্চিত্র। প্রায় দুই বছর বিরতির পর নতুন চলচ্চিত্রের কাজ শুরু করছি। কুমিল্লায় শুটিংস্পটে অনেক মানুষ ভিড় করেছে। খুব উপভোগ করছি নতুন চলচ্চিত্রের শুটিং।’
মীম অভিনীত অন্য দুটি চলচ্চিত্র হচ্ছে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ও জাকির হোসেন রাজুর ‘আমার প্রাণের প্রিয়া’।

No comments:

Post a Comment